ফেসবুক  মেসেঞ্জার একাউন্ট খোলার নিয়ম

ফেসবুক  মেসেঞ্জার একাউন্ট খোলার নিয়ম 

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক।আর আমরা যারা ফেসবুক ইউজার তারা অবশ্যই মেসেঞ্জার অ্যাপটার সাথে পরিচিত আছি। মেসেনজার অ্যাপটা সাধারণত ফেসবুকে চ্যাট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে মেসেঞ্জার অ্যাপটি স্বাধীন অ্যাপ হিসাবে ব্যবহার করা হয়।

 এখন আপনার ফেসবুক একাউন্ট না থাকলে ও আপনার ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাট করা যাবে। আপনি মেসেঞ্জার অ্যাপটি ইন্সটল করার পর নিজের ব্যবহার কৃত মেবাইল নাম্বার দিয়ে  সাইন অ্যাপ করার পর সহজেই আপনার ফেসবুক বন্ধুদের সাথে কথা  ও বার্তা আদান প্রদান করতে পারবেন। ২০১৫ সালে প্রথম মেসেঞ্জার অ্যাপটি চালু করা হয়। বর্তমানে মেসেঞ্জার অ্যাপটির ব্যবহার অধিক জনপ্রিয়তা লাভ করেছে। 

   ফেসবুক  মেসেঞ্জার একাউন্ট খোলার নিয়ম 

  আপনি কিভাবে মেসেঞ্জার অ্যাপটি চালু করবেন??

শুরুতে আপনি Google play store গিয়ে মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

এখন মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে আপনার ফেসবুকের   gmail number ও password   দিয়ে sign up করলেই ফেসবুক বন্ধুদের সাথে chat  করতে পারবেন। 

 কিভাবে ফেসবুক একাউন্ট না থাকলে মেসেঞ্জার অ্যাপটি চালু করবেন??

 প্রথমেই আপনি Google play store গিয়ে মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। মেসেঞ্জার অ্যাপটি ওপেন করলে আপনার   gmail number ও password  চাইবে। এবার একটু নিচে create new account  লেখাটি click করবেন।

এবার  Click করার পর নতুন একটা পেইজ আসবে।ঐ পেইজে আপনার মেবাইল নাম্বার দিতে হবে।আপনি এমন নাম্বার দিবেন যেই নাম্বার দিয়ে  পূর্বে কখনো কোনো ফেসবুক একাউন্ট চালু করা হয়নি।আপনি মানুষের সাথে যোগাযোগ করেন এমন কোন সচল নাম্বার দিয়ে একাউন্ট চালু করবেন। এবার নাম্বার দিয়ে    next বাটনে Click  করবেন।

এখন নতুন একটা পেইজ আসবে যেটাতে আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হবে।আপনার সচল রাখার জন্য একটি  Strong  Password দিবেন। পরেও আপনি চাইলে আপনার  Password change  করতে পারবেন। password  দেয়ার পর আবার Next button  এ  Click করেন।

এখন নতুন একটা পেইজে আপনার নাম দিতে হবে। 

আপনার first name and last name দিতে হবে। এ নামেই আপনি ফেসবুকের বন্ধু বান্ধবদের সাথে পরিচিত থাকবেন। নাম দেওয়ার পর next button এ click  করেন।

এবার নতুন একটা পেইজে আপনার মেসেঞ্জারের কিছু নিয়ম ফলো করতে হবে।যেমন Messenger terms, Data policy, Cocki policy । এগুলো ঠিক করে  create account button টিতে click করেন।

এখন আপনার দেওয়া মোবাইল নাম্বার টিতে ফেসবুক থেকে আপনার মোবাইলে sms  এর মাধ্যমে 6 digit  একটি ভেরিফিকেশন  কোড আসবে।

select ভেরিফিকেশন কোডটি ব্যবহার করেন। যেমন, ১২৩৪৫। 

ফেসবুক  মেসেঞ্জার একাউন্ট খোলার নিয়ম 

ভোরিফিকেশন কোড দেওয়ার পর আপনার মেসেঞ্জার একাউন্টটি চালু হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার মেসেঞ্জারের profile picture ও contract list upload করতে পারবেন যাতে খুব সহজেই আপনার পরিচিতি লোকজন খুঁজে বের করতে পারে।

আর এভাবেই আপনি খুব সহজে আপনার মেসেঞ্জার একাউন্ট চালু করতে পারবেন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started